ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে চান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ২৩:৩৬:৫৩
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে চান

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সভার ফাঁকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে মামলার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সুবিধাজনক সময়ে ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা করেছেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত