ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নির্বাচনি আসন পুনর্নির্ধারণ: দ্বিতীয় দিনে ৫১৩টি শুনানি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ২২:১৯:৩৫
নির্বাচনি আসন পুনর্নির্ধারণ: দ্বিতীয় দিনে ৫১৩টি শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্বিন্যাস বিষয়ে দ্বিতীয় দিনে তিন অঞ্চলের ৯ জেলার ২০টি আসন নিয়ে দাখিল হওয়া ৫১৩টি আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি আসনে ৫১৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৩৮টি এবং পক্ষে ২৭৫টি আবেদনের শুনানি হয়েছে।

আগামী ২৬ আগস্ট ঢাকায় মোট ৩১৬টি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তির শুনানি হবে। সব শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এগুলো নিষ্পত্তি করেই চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটারসংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটি করা হয়।

খসড়ায় মোট ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়। এর মধ্যে রয়েছে; পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।

বাগেরহাটে আগে ছিল চারটি আসন; বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট ও চিতলমারি, বাগেরহাট-২: সদর ও কচুয়া, বাগেরহাট-৩: রামপাল ও মোংলা, বাগেরহাট-৪: মোড়েলগঞ্জ ও শরণখোলা।

খসড়ায় বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী বাগেরহাট-২ এ অন্তর্ভুক্ত হয়েছে সদর, কচুয়া ও রামপাল উপজেলা, আর বাগেরহাট-৩ এ অন্তর্ভুক্ত করা হয়েছে মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত