ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

গুলশানে চাঁদাবাজি : ছাত্র প্রতিনিধির নীলনকশা ফাঁস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৮:১৯:৪৩
গুলশানে চাঁদাবাজি : ছাত্র প্রতিনিধির নীলনকশা ফাঁস

রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে। রিয়াদ বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। একইসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকেও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটিও তাদের তিন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, "আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় নেতা বাগছাস। ইতোমধ্যে বহিষ্কারও করেছে। এভাবে সব মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে। এরা সরকারের দাপটেই এসব চাঁদাবাজি করছে।"

তিনি আরও দাবি করেন, এসব ছাত্র প্রতিনিধি পদ ব্যবহার করে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য, মামলাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। "নির্বাচন হলে ওদের কোটি কোটি টাকার স্মার্ট চাঁদাবাজি থাকবে না—এজন্যই তারা সংস্কারের নামে পাঁচ বছরের আন্দোলন চালিয়ে যেতে চায়," মন্তব্য করেন রাশেদ খান।

সাংবাদিক জাওয়াদ নির্ঝর এ বিষয়ে লিখেছেন, "গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন হাতেনাতে আটক হয়েছে। এই রিয়াদের রাজনৈতিক গুরু নাহিদ ইসলাম। এই চাঁদাবাজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বানিয়েছে কারা? নাহিদ ইসলামরা এভাবেই সারা দেশে চাঁদাবাজি করে যাইতে চায়।"

সাম্প্রতিক এই ঘটনায় ছাত্র রাজনীতির ভেতরে চলা দুর্নীতির চিত্র আরও একবার সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ছাত্র প্রতিনিধি নামধারী এসব ব্যক্তিরা কীভাবে রাষ্ট্রীয় মন্ত্রণালয়গুলোর নাম ব্যবহার করে চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে লিপ্ত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত