ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচনে যাব না: নাহিদ ইসলাম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ২১:০৪:১৩
কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচনে যাব না: নাহিদ ইসলাম

নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল ঘটায়, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন আনে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই কাঠামোগত পরিবর্তন না হলে আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করবেন।

শনিবার (২৩ আগস্ট) মালয়েশিয়া সফরকালে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রোববার (২৪ আগস্ট) সভায় নাহিদ ইসলামের বক্তব্য এনসিপির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থান বাংলাদেশের অতীতের যেকোনো গণআন্দোলনের চেয়ে আলাদা। এ আন্দোলনের মাধ্যমে নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, তরুণদের উত্থান ঘটেছে।

আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে অগ্রসর হলেও কোথাও কোথাও বাধার মুখে পড়েছে। এখন দেশ এক অনিশ্চয়তার মুখে সংস্কার হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করে জানান, তারা নতুন সংবিধান ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার দাবি করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত