ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
অমৎস্যজীবীদের জলাশয় ইজারা দিবে না সরকার: ফরিদা আখতার
.jpg)
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাকৃতিক জলাশয় ধ্বংস হলে মৎস্যজীবীরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারবেন না। বর্তমানে যে পরিমাণ মাছ পাওয়ার কথা, বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। ফলে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন। এ কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে অমৎস্যজীবীদের আর জলাশয় ইজারা দেওয়া হবে না। তিনি আরও জানান, বাওড় ইজারা সমস্যার সমাধানে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হলেও আজ থেকে শুরু হলো সারা বছরের মৎস্য সপ্তাহ। নতুন উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। এ সপ্তাহে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ বছরের মৎস্য পদক প্রসঙ্গে তিনি জানান, পদকপ্রাপ্তদের বাছাইয়ে কোনো তদবির হয়নি; একাধিক ধাপ অতিক্রম করেই যোগ্যদের এ পদক দেওয়া হয়েছে।
বিএফআরআইয়ের তরুণ গবেষকদের প্রশংসা করে উপদেষ্টা বলেন, অভয়াশ্রম নিয়ে আপনাদের গবেষণা অনুপ্রেরণাদায়ক। গবেষণাকে শুধু কাগজে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শুধু খাদ্য উৎপাদনের কেন্দ্র নয়, এটি একটি বৌদ্ধিক ক্ষেত্রও (ইন্টেলেকচুয়াল স্পেস)। দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ইলিশ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং আমরা তা করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুর রউফ বলেন, ইলিশ উৎপাদন প্রকৃতি নির্ভর। অনেক জায়গায় বাঁধের কারণে ইলিশ সাগর থেকে নদীতে প্রবেশ করতে পারে না, ফলে আহরণ কমে যায় এবং দাম বাড়ে। তিনি জানান, চিংড়ি চাষ সম্প্রসারণে নির্দিষ্ট জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুর রউফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সম্মানিত অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রা এবং মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক মোহাম্মদ বদরুল হক। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্যজীবী ও সুধীজন অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত