ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে এনসিপির কঠোর অভিযোগ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ১৬:৫৯:৫৪
নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে এনসিপির কঠোর অভিযোগ

আজ রোববার (২৪ আগস্ট) এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা।

হাসনাত বলেন, “আওয়ামী লীগের পণ্য হিসেবে রুমিন ফারহানা অন্যতম, যিনি বিগত ১৫ বছরে নানা ধরনের সুবিধা নিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো আচরণ করছে। আমাদের নেতাকর্মীদের কমিশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, অথচ বিএনপির কর্মীদের স্বাচ্ছন্দ্যে ফ্রি এক্সিট দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখন কয়েকটি পার্টির অফিসে পরিণত হয়েছে।”

সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত