ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

পরমাণু কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হা ম লা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৪ ১৫:০৪:৩৭
পরমাণু কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হা ম লা

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ড্রোনটি ভূপাতিত হওয়ার সময় বিস্ফোরণে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কুরস্ক পারমাণবিক কেন্দ্রটির প্রেস সার্ভিস জানায়, হামলায় প্ল্যান্টের তৃতীয় ইউনিটের কার্যক্ষমতা অন্তত ৫০ শতাংশ কমে গেছে।

তবে প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বিকিরণের মাত্রা স্বাভাবিক ছিল এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

রাশিয়া-ইউক্রেন সীমান্তঘেঁষা কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত এই কেন্দ্রটি প্রায় চার লাখ ৪০ হাজার জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে বিদ্যুৎ সরবরাহ করে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে লড়াইয়ের বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।ইউক্রেনের পক্ষ থেকে এখনো এ হামলার দায় স্বীকার বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেও কিয়েভ জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে হামলা তাদের আত্মরক্ষামূলক কৌশলের অংশ এবং মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করাই এর লক্ষ্য।

উল্লেখ্য, আজ (২৪ আগস্ট) ইউক্রেন উদযাপন করছে তার স্বাধীনতা দিবস। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করেছিল দেশটি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত