ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

শিক্ষার্থীদের সহায়তায় নতুন ভাবনায় ঢাবি অ্যালামনাই: শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ১৩:৪৮:৫৭
শিক্ষার্থীদের সহায়তায় নতুন ভাবনায় ঢাবি অ্যালামনাই: শামসুজ্জামান দুদু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় নতুন ভাবনা ও আইডিয়ায় পাশে থাকবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির আহ্বায়ক এবং ডুয়া নিউজ-এর প্রধান সম্পাদক শামসুজ্জামান দুদু।

আজ রবিবার (২৪ আগস্ট) ডুয়া নিউজ আয়োজিত ‘বিশেষ পুরস্কার’ বিতরণী বিজয়ীদের মধ্যে পুরস্কারের অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেছেন, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করলে একজন ছেলে ঘরে বসেই উল্লেখযোগ্য উপার্জন করতে পারে। একইভাবে, রান্না শিখে একজন মেয়ে গ্রামে বসেও এক থেকে দেড় লাখ টাকা আয় করতে সক্ষম। যারা জানে না, তাদের কাছে এটি কেবল গল্প মনে হবে; যারা জানে, তাদের কাছে এটি বাস্তব।

ঠিক তেমনি, নতুন ধারণা তুলে ধরে তা উপস্থাপন করাই ডুয়া-এর লক্ষ্য। শুধু নিউজ, শুধু প্রচার বা প্রথাগত নিয়মে চলা নয়—এর মাধ্যমে আরও নতুন কিছু সম্ভব কি না, সেটাই আমাদের পরীক্ষা। নতুন আইডিয়া, নতুন উপস্থাপনা এবং সৃজনশীল প্রচেষ্টা—এই দিকগুলোকে আমরা সামনে আনতে চাই।

ডুয়া নিউজের প্রশংসা করে তিনি বলেন, “ডুয়া নিউজ শুধু নিজেই প্রতিস্থানে থাকতে চায় না; বরং এটিকে ব্যবহার করে আমরা যেন কোনো না কোনোভাবে আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমি সম্পাদকসহ ডুয়া নিউজের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি বলেন, “আমরাও এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলাম। আমাদের সময়ে সুযোগ ছিল খুবই সীমিত। প্রথম বর্ষে দুঃখ, কষ্ট আর অভাবের দিনে একমাত্র কাছের বন্ধুটি ছাড়া আর কেউ পাশে থাকত না। কিন্তু এরপর ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠি।”

তিনি যোগ করেন, “তোমাদের প্রতি আমার আহ্বান, নতুন নতুন উদ্যোগগুলোকে দু'হাত ভরে গ্রহণ করো। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ হলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পরও আমাদের এই বিদ্যাপীঠের জন্য ভূমিকা রাখতে হবে। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা।”

ডুয়া নিউজ-এর সম্পাদক আবদুস সাত্তার মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব ও ডুয়া নিউজে-এর ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী এবং বিজয়ীদের মধ্যে হোসেন মাহমুদ শিফাত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব ও ডুয়া নিউজের সমন্বয়ক বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন ও মো. তহা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত