ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

একাত্তরের ইস্যু দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ১৩:২২:৫৬
একাত্তরের ইস্যু দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুগুলোর দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসহাক দার বলেন, “অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবার বিষয়টির নিস্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়ে আসছে। একইসঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, যৌথ সম্পদের হিস্যা ও ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আন্তর্জাতিক সহায়তার বাংলাদেশ অংশ বুঝে পাওয়ার বিষয়গুলোকেও অমীমাংসিত সমস্যা হিসেবে চিহ্নিত করে আসছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বিষয় নিয়েই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত