ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টি ছাড়া যে সংলাপ হচ্ছে, সেটা ভ্রান্ত সংলাপ: শামীম হায়দার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ১৪:৫৩:৪৯
জাতীয় পার্টি ছাড়া যে সংলাপ হচ্ছে, সেটা ভ্রান্ত সংলাপ: শামীম হায়দার

জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে (জাপা) ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন, রাজনৈতিক সংস্কার বা সংলাপ সফল হবে না। তিনি বলেন, "জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।"

শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, "জাতীয় পার্টি প্রায় ৩৫ বছর ক্ষমতার বাইরে। আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলোও এত লম্বা সময় ক্ষমতার বাইরে ছিল না। এতকিছুর পরেও আমরা আজ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে টিকে আছি।" তিনি আরও বলেন, "আমাদের পোড় খাওয়া ও প্রজ্ঞাবান রাজনীতিবিদদের নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব।"

দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শামীম হায়দার বলেন, "যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা দেশের, গণতন্ত্রের এবং মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব।"

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দীন জসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া এবং চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত