ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

জুলাই সনদ: ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল

২০২৫ আগস্ট ২২ ২০:৫৭:১৫

জুলাই সনদ: ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর ২৩টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকার কারণে তা সংশোধন করে সঠিক খসড়া প্রেরণ করা হয়েছে। এরপর বুধবার (২০ আগস্ট) কমিশনের পক্ষ থেকে মতামত জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে আজ (২২ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়সীমার মধ্যে মোট ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল। এগুলো হলো- নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপর মতামত প্রদানের সময় আর বৃদ্ধি করা হবে না বলে কমিশন জানিয়েছে।

এর আগে কমিশন প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব বিবেচনা করে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে।

এদিকে, জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। দলটি সনদ সম্পর্কিত আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারেও একমত নয়। বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়িত হোক।

অন্যদিকে জামায়াত বিএনপির বিপরীতে অবস্থান নেয়। তারা সংবিধানের ওপর সনদের প্রাধান্য এবং আদালতে সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারকে সমর্থন করেছে। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, তা সংক্রান্ত তালিকা তারা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত