ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

পিআর পদ্ধতি চাপিয়ে দিলে বিশৃঙ্খলা হবে: রিজভী

২০২৫ আগস্ট ২২ ১৯:৫৯:৪৫

পিআর পদ্ধতি চাপিয়ে দিলে বিশৃঙ্খলা হবে: রিজভী

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই অন্তর্ধানের সঙ্গে অন্তর্বর্তী সরকার জড়িত নয়, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তিনি সরকারকে এই ঘটনার পেছনের কারণ এবং কোনো আন্তর্জাতিক চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, তা খুঁজে বের করার আহ্বান জানান।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী জোর দিয়ে বলেন, "আমরা নিশ্চিত, বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।"

একই অনুষ্ঠানে রিজভী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। যে ভোটাধিকারের জন্য এত রক্ত ও সংগ্রাম, সেই পদ্ধতি নিয়ে লুকোচুরি কেন?" তার মতে, পিআর পদ্ধতি চালু হলে জনগণ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না, বরং অর্থের বিনিময়ে ব্যবসায়ীরা এমপি হবেন এবং রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে অগ্রাহ্য করে এই পদ্ধতি চাপিয়ে দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

রিজভী পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, "মেগা প্রকল্পের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।"

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত