ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী: মির্জা ফখরুল

২০২৫ আগস্ট ২২ ১৭:১৯:১৭

হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুন নির্যাতন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশের মাটিতেই এসব অপরাধের বিচার হতে হবে এবং হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। তিনি স্পষ্ট করে বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই হাসিনার বিচার অবশ্যই এ দেশে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও গুম-খুনের শিকার স্বজনদের পরিবারের দীর্ঘদিনের কান্না থামাতে ব্যর্থ হয়েছে। গুম হওয়া মানুষের তালিকা ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জনগণের সামনে আনতে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গুম কমিশন গঠন করে তা প্রকাশ্যে আনা এবং জনসম্মুখে শুনানি করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। জনগণের কাছে তাদের জবাবদিহি করতেই হবে।

তিনি দাবি করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবতার পক্ষে দাঁড়াতে হলে অতীতের সব গুম-খুনের সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত