ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নির্বাচন রোডম্যাপ রোববার ঘোষণা, অপেক্ষার অবসান

২০২৫ আগস্ট ২২ ১৬:২৭:২৩

নির্বাচন রোডম্যাপ রোববার ঘোষণা, অপেক্ষার অবসান

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চলেছে আগামী রোববার। যদিও এই সপ্তাহেই ঘোষণা করার কথা ছিল, কিন্তু কিছু কর্মপরিকল্পনায় পরিবর্তনের কারণে তা পেছানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রোডম্যাপ ঘোষণা নিয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রোববার রোডম্যাপ প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং কমিশনের সচিবও দেশের বাইরে থাকায় অংশগ্রহণ করেননি।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের নভেম্বর থেকে দায়িত্ব নেওয়া নতুন নির্বাচন কমিশন বিভিন্ন সংস্কার ও কর্মপরিকল্পনার মধ্য দিয়ে ধাপে ধাপে ভোটার তালিকা হালনাগাদসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৩৭ লাখ। নির্বাচন পরিচালনার জন্য প্রাথমিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের সূচি তৈরি করে কাজ চলমান রয়েছে।

তথ্য অনুযায়ী, রোডম্যাপ বা কর্মপরিকল্পনার ধারণা প্রথম আসে ২০০৭-২০০৮ সালে, যা পরবর্তী নির্বাচনের প্রস্তুতির মূল অংশ হিসেবে বিবেচিত হয়। এর আগে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের জন্যও নির্বাচনী রোডম্যাপ প্রকাশিত হয়েছিল।

আগামী রোববার নির্বাচন কমিশনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত