ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সেতু কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক

২০২৫ আগস্ট ২২ ১৬:৪৪:১১

সেতু কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া ২৭০টি ফ্ল্যাটের বরাদ্দ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে, অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনটি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বোর্ডের সদস্যরা সভায় সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শুক্রবার তথ্য অধিদপ্তরের এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীতে বলা হয়, সভায় একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করা হয়। এছাড়া, 'সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে' প্রকল্পের আওতায় পুনর্বাসন গ্রামের জমি, নির্মিত ফ্ল্যাট এবং সেতু কর্তৃপক্ষের নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার বিষয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ওই এলাকায় স্থাপিত স্কুল ভবন পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তিটি বাতিল করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত