ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের শোডাউন

২০২৫ আগস্ট ২২ ১৫:৫০:১৫

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের শোডাউন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগ চত্বরে এক বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

সংগঠনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সমাবেশ থেকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

এর আগে, জুমার নামাজের পর থেকেই ঢাকা শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে শাহবাগে এসে সমাবেশে যোগ দিতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত