ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
কোন আসনে লড়বেন, জানালেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে মজিবুর রহমান মঞ্জু বলেন, "অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কিনা? তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।"
দলের নতুন ও বিকাশমান অবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, "আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি।" তিনি সম্ভাব্য সমালোচনা, যেমন—জামানত হারানো বা নির্বাচিত হওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, সে বিষয়েও আলোকপাত করেন। তবে তিনি উল্লেখ করেন, অল্প কিছু মানুষ তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন, কারণ যেকোনো নতুন উদ্যোগ শূন্য থেকেই শুরু করতে হয়।
সমালোচনা ও উৎসাহ—দুটিকেই জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, "দুটোর সমন্বয় ও ভারসাম্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।" তিনি দলের সূচনালগ্নের প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলার কথাও স্মরণ করেন।
ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইঙ্গিত দিয়ে মঞ্জু আরও বলেন, "সামনে চমকপ্রদ বেশকিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি।" তবে তিনি স্বল্পমেয়াদী কল্যাণের চেয়ে টেকসই অর্জনের কন্টকপূর্ণ পথ পাড়ি দেওয়ার ওপর গুরুত্ব দেন। পরিশেষে তিনি জানান, "যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।"
প্রসঙ্গত, মজিবুর রহমান মঞ্জু পূর্ববর্তী সরকারের আমলে কারাবরণ করেছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি তার নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল