ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সাদাপাথর লুটে জড়িতদের কঠোর হুঁশিয়ারি জনপ্রশাসন সচিবের

২০২৫ আগস্ট ২২ ১৫:১৯:৩১

সাদাপাথর লুটে জড়িতদের কঠোর হুঁশিয়ারি জনপ্রশাসন সচিবের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা বা রাজনৈতিক দলের যে কেউই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে সাদাপাথর এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। জনপ্রশাসন সচিবের নেতৃত্বে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি এদিন ভোলাগঞ্জ পরিদর্শন করে। কমিটিতে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে ড. মো. মোখলেস উর রহমান বলেন, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে একটি বিশেষ প্যাকেজ কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়াও, পুরো সাদাপাথর এলাকা ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যাতে কেউ পাথর উত্তোলন করতে না পারে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপন করা হলেও হয়তো আগের মতো সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হবে না। তবে, আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যতটা সম্ভব চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত