ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার এডিসি শচীন মৌলিক

২০২৫ আগস্ট ২২ ১৩:১৮:৩২

গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার এডিসি শচীন মৌলিক

রাজধানীর ফার্মগেট এলাকায় ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজ হত্যার মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

খাগড়াছড়ি পুলিশের এক কর্মকর্তা শচীন মৌলিকের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম নাফিজ হত্যার ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঢাকার ফার্মগেট এলাকায় পুলিশ গুলিতে আহত হন স্কুলছাত্র গোলাম নাফিজ। মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা অবস্থায় একটি রিকশায় গুলিবিদ্ধ হয়ে শুয়ে থাকা নাফিজের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতীকে পরিণত হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গোলাম নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। তার বয়স ছিল মাত্র ১৭ বছর।

তদন্তে উঠে আসে, ঘটনার সময় শচীন মৌলিক ছিলেন তেজগাঁও জোনের এডিসি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার)। জুলাই অভ্যুত্থানের পর তাকে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।

অভ্যুত্থানের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা শচীন মৌলিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফার্মগেটে সংঘটিত গুলির ঘটনার সরাসরি নির্দেশনা ও অংশগ্রহণে যুক্ত ছিলেন। এই মামলার তদন্তে তার সম্পৃক্ততা প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত