ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

‘আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে’

২০২৫ আগস্ট ২২ ২৩:৫৮:০১

‘আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে’

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে এবং আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে গঠিত হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বরিশালের গির্জা মহল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, শিক্ষা, চরিত্র, দেশ ও দ্বিন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও উল্লেখ করেন, ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনা একটি আদর্শ জাতি গঠনের মূল ভিত্তি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সেক্রেটারি মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান এবং ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত