ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল

২০২৫ আগস্ট ২১ ২২:৩৪:৪৮

ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বহুল প্রত্যাশিত ঢাকা সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সংলাপকে কেন্দ্র করে ন্যাটো মিত্রদের সঙ্গে ব্যস্ত সূচির কারণেই এশিয়া পাঁচটি দেশে সফরের পুরো কর্মসূচি আপাতত স্থগিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ৩০ আগস্ট ঢাকা সফরে আসার কথা ছিল। দুই দিনের এ সফরে ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকও নির্ধারিত ছিল। এমনকি সফরে তার কন্যাও সঙ্গে আসবেন বলে শোনা যাচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেলোনির সফরকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে ইউক্রেন সংকট ঘিরে পশ্চিমা বিশ্বে নতুন রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ায় হঠাৎ করেই তাকে এশিয়া সফর বাতিল করতে হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মেলোনির এশিয়া সফর বাংলাদেশ থেকে শুরু হওয়ার কথা ছিল। এরপর তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনা ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে ইতালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় তিনি এ মুহূর্তে এশিয়া সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী, ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালে জর্জিয়া মেলোনিকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত