ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বইয়ে, হাসিনা হবেন ‘গণহত্যাকারী’

২০২৫ আগস্ট ২১ ২২:০৭:১৩

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বইয়ে, হাসিনা হবেন ‘গণহত্যাকারী’

আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দেশের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ‘গণহত্যাকারী’ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসকে পাঠ্যসূচিতে যুক্ত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, "প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে।"

এতে আরও উল্লেখ করা হয় যে, পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত