ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযান

২০২৫ আগস্ট ২১ ২০:৫১:৫০

পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ, পদোন্নতি এবং ঠিকাদারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিধিবহির্ভূতভাবে পদোন্নতি, অর্থের বিনিময়ে কার্যাদেশ প্রদান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দিয়ে রাষ্ট্রের ক্ষতিসাধনের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের এনফোর্সমেন্ট দল জানায়, প্রাথমিক অনুসন্ধানে পরিচালক পদে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, ফিডার পদে প্রয়োজনীয় চাকরির মেয়াদ পূর্ণ না হওয়া সত্ত্বেও অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে।

অভিযানে আরও দেখা যায়, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি-এর সঙ্গে কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই চুক্তি নবায়ন করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। অভিযানের সময় দুদক দল এসব অভিযোগের সপক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে।

দুদক জানিয়েছে, সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে কমিশনের কাছে দাখিল করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত