ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

মুসলিম শিক্ষার্থীদের ওপর কলকাতায় হামলা

২০২৫ আগস্ট ২১ ১৫:০৬:৩২

মুসলিম শিক্ষার্থীদের ওপর কলকাতায় হামলা

কলকাতার কারমাইকেল হোস্টেলের কয়েকজন বাঙালি মুসলিম শিক্ষার্থীকে বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শিয়ালদহের শিশির মার্কেটে মোবাইলের কাভার কেনার সময় কয়েকজন দোকানদার ও তার সঙ্গীরা কটূক্তি করে গালিগালাজ শুরু করেন। তারা শিক্ষার্থীদের ‘বাংলাদেশি’, ‘রোহিঙ্গা’, ‘কাটুয়া’ ও ‘মোল্লা’ বলে অপমান করে এবং দাবি করে ‘মুসলমানরা কিছু কিনবে না, শুধু দেখবে’।

শিক্ষার্থীরা প্রতিবাদ করলে হামলা চালানো হয়। ছুরি, লাঠি, রড, হকি স্টিক ও পিস্তল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অন্তত সাতজন গুরুতর আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের গলায়, গালে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হামলার পর আক্রান্তরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং রাতভর থানার সামনে অবস্থান নেয়। পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের খুঁজছে। এই ঘটনার নিন্দায় তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই এবং বাংলা পক্ষসহ বিভিন্ন ছাত্র সংগঠন সরব হয়েছে। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি করেছেন।

হোস্টেলের সাবেক শিক্ষার্থীরাও বর্তমানদের পাশে দাঁড়িয়ে আইনগত সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হোস্টেল সুপারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তারা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুমকি রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত