ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গা'জায় ইন্দোনেশিয়াসহ সাত দেশের আন্তর্জাতিক সহায়তা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকটের মধ্যে ইন্দোনেশিয়াসহ সাতটি দেশ বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইন্দোনেশিয়ার পাশাপাশি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং সিঙ্গাপুর যৌথভাবে এই ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। দেশগুলো মোট ১৫৪টি প্যালেট ত্রাণ ফেলেছে, যার প্রতিটিতে কয়েকশ কেজি খাদ্য ও জরুরি সামগ্রী ছিল।
বিশেষভাবে উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দেশটি মানবিক সহায়তার এই উদ্যোগে সামিল হয়েছে।
গাজায় ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র চাপের মুখে তেল আবিব গত ২৬ জুলাই থেকে বিমানযোগে ত্রাণ ফেলার অনুমতি দেয়। এর আগে টানা দুই মাস গাজায় কোনো ধরনের খাদ্যশস্য প্রবেশ করতে না দেওয়ায় সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। অপুষ্টিতে ভুগে এ পর্যন্ত অন্তত ৩০০ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানা গেছে।
তবে বিমান থেকে ফেলা এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতীতে ত্রাণের প্যালেট সরাসরি মানুষের ওপর পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া, ত্রাণের জন্য ক্ষুধার্ত মানুষের দৌড়াদৌড়ির দৃশ্যকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে মোট ৪১৫ টন ত্রাণ গাজায় ফেলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন