ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে তারেক রহমান

২০২৫ আগস্ট ২০ ২১:৩৮:৩৪

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থী-শিক্ষকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল উত্তরার ১০ নম্বর সেক্টরে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এককালীন আর্থিক সহায়তা তুলে দেন।

প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত