ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

৩২ চলচ্চিত্র প্রযোজকের হাতে মঞ্জুরিপত্র তুলে দিলেন তথ্য উপদেষ্টা

২০২৫ আগস্ট ২০ ২০:৩২:০৬

৩২ চলচ্চিত্র প্রযোজকের হাতে মঞ্জুরিপত্র তুলে দিলেন তথ্য উপদেষ্টা

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এর অংশ হিসেবে চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা আয়োজন করা হবে, যা সিনেমার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের কাছে অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, "এ বছর সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে চলচ্চিত্র বাছাই করা হয়েছে এবং মনোনীত চলচ্চিত্রগুলোর গল্পে অনেক বৈচিত্র্য রয়েছে।" তিনি 'জুলাই গণঅভ্যুত্থান' নিয়ে সংবেদনশীলতার সাথে প্রকৃত ঘটনা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান।

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে এবং ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে।"

একই সাথে, উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "অতীতে অনেকেই সময়মতো চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি, যা দুঃখজনক।"

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের প্রযোজকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিটিকে ৭৫ লক্ষ টাকা এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিটিকে ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত