ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

নদীর জায়গা দখল: সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো উচ্ছেদ

২০২৫ আগস্ট ২০ ১৮:৫৯:৫২

নদীর জায়গা দখল: সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে নির্মিত সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিলাসবহুল বাংলোবাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (আজ) কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীর প্রায় দুই একর জায়গা দখল করে গড়ে তোলা বাংলোবাড়ির সীমানাপ্রাচীর ও মূল ভবন ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া আরও তিনটি দোতলা ভবন, কয়েকটি টিনের দোকান এবং বেশ কিছু গাছপালাও অপসারণ করা হয়।

বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রতিষ্ঠানটির জায়গা দখল করে বাংলোবাড়িটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এটি দীর্ঘদিন ধরে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিল।"

তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ২০০৯ সালে একটি জনস্বার্থ মামলার রায়ে আদালত নদীর জায়গা দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা মেনেই বুড়িগঙ্গা নদী রক্ষায় নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে এবং এক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির পরিচয় বিবেচনা করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

অভিযান পরিচালনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র‍্যাব-১০ এবং কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা বিআইডব্লিউটিএ-কে সহায়তা করে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। দুদকের অভিযোগ, প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী সীমা হামিদের নামে ৬ কোটি ৯৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত