ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

‘মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মুক্তি এবং শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ চলছে’

২০২৫ আগস্ট ২০ ১৮:৫৬:০৬

‘মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মুক্তি এবং শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ চলছে’

জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ার কারণে আটক হওয়া মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মুক্তি এবং নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন আরব আমিরাত-সহ কয়েকটি দেশে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং হচ্ছে। ইতোমধ্যেই সৌদি আরব থেকে আটক ১,৮৭৬ জন প্রবাসীকে মুক্ত করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা শুধু মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতে সীমাবদ্ধ থাকব না। বাংলাদেশের শ্রমবাজার আরও বৈচিত্র্যময় করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নারী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়াও নিয়মিত করা হচ্ছে।

আসিফ নজরুল আরও বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ারগিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো যায়।

রেমিট্যান্স প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, প্রবাসীরা এখন সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার এক শতাংশ কমানো হয়েছে।

তিনি আরও জানান, এক বছরের মধ্যে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যেই আইনগত পরিবর্তন ও সংস্কার কার্যকর হয়েছে, যদিও পূর্ণাঙ্গ সংস্কার এক বছরে সম্ভব হয়নি। তবে ধারাবাহিকতা বজায় থাকলে প্রকৃত সংস্কার ও উন্নয়ন বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত