ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
প্রধান উপদেষ্টার টেবিলে ৭৮ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ
বিভিন্ন সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া ৭৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত পর্যালোচনা কমিটি। কমিটির দ্বিতীয় পর্যায়ের এই প্রতিবেদনটি বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
কমিটির সুপারিশ অনুযায়ী, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার জন্য বলা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, সুপারিশকৃতদের মধ্যে ছয়জন কর্মকর্তাকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং বাকি ৫৫ জন কর্মকর্তাকে এক ধাপ পদোন্নতি দেওয়ার জন্য মত দেওয়া হয়েছে।যেভাবে কাজ করেছে কমিটি
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং পরবর্তীতে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গত ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে, প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড বা তার ওপরের পদের কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এতে মোট ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬৮টি আবেদন কমিটির আওতার বাইরে এবং ৪০টি অসম্পূর্ণ হওয়ায় মোট ১০৮টি আবেদন পর্যালোচনার জন্য বিবেচিত হয়নি।
অবশিষ্ট ২১০টি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতে কমিটি মোট ১৪টি সভা করে। প্রতিটি আবেদন বিবেচনার সময় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মতামত এবং লিখিত সুপারিশ গ্রহণ করা হয়। কমিটি জানিয়েছে, ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা সম্ভব হয়নি এবং প্রতিটি ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কমিটি তার প্রথম ধাপের প্রতিবেদন (উপসচিব ও তদূর্ধ্ব পদ) গত ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছিল। দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনের মাধ্যমে কমিটি তার কার্যক্রম সম্পন্ন করলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল