ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এক বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী চলমান স্বাস্থ্যসেবা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে নতুন করে ৫০০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ বা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকার মহাখালীর বিএমআরসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এই পরিকল্পনার কথা জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, "প্রাথমিকভাবে ৫০০টি নতুন ক্লিনিক স্থাপনের জন্য তালিকা তৈরির কাজ চলছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে।" তবে ক্লিনিকগুলো স্থাপনের কাজ কবে শুরু হবে, তার নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারিত হয়নি।
'কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে মো. আখতারুজ্জামান আরও জানান, শুধু গ্রামীণ এলাকাতেই নয়, শহর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি শহরে জমির স্বল্পতাকে উল্লেখ করেন।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের ৭২ শতাংশ মানুষ জনস্বাস্থ্যসেবার জন্য পৃথক ব্যবস্থা থাকা উচিত বলে মনে করে, আর এই চাহিদা পূরণে কমিউনিটি ক্লিনিক একটি আদর্শ মডেল।"
কমিউনিটি ক্লিনিকে ঔষধের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "ইতোমধ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ১২০ কোটি টাকার ঔষধ কেনা হয়েছে, যা আগামী এক সপ্তাহের মধ্যেই সারা দেশের ক্লিনিকগুলোতে পৌঁছে যাবে। এছাড়াও আরও ২০০ কোটি টাকার ঔষধ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।"
দেশের ৯২ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবার ব্যয়ভার সরকারের বহন করা উচিত বলে মনে করে এবং ৯৭ শতাংশ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার পক্ষে—এ তথ্য তুলে ধরে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক এই জনআকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেট থেকে ১৩,৯৮৯ জন নতুন কর্মীর জন্য ৪২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এই খাতের সম্প্রসারণে গতি আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল