ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

২০২৫ আগস্ট ২০ ১৫:১৫:১৬

স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এক বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী চলমান স্বাস্থ্যসেবা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে নতুন করে ৫০০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ বা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মহাখালীর বিএমআরসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এই পরিকল্পনার কথা জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, "প্রাথমিকভাবে ৫০০টি নতুন ক্লিনিক স্থাপনের জন্য তালিকা তৈরির কাজ চলছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে।" তবে ক্লিনিকগুলো স্থাপনের কাজ কবে শুরু হবে, তার নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারিত হয়নি।

'কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে মো. আখতারুজ্জামান আরও জানান, শুধু গ্রামীণ এলাকাতেই নয়, শহর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি শহরে জমির স্বল্পতাকে উল্লেখ করেন।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের ৭২ শতাংশ মানুষ জনস্বাস্থ্যসেবার জন্য পৃথক ব্যবস্থা থাকা উচিত বলে মনে করে, আর এই চাহিদা পূরণে কমিউনিটি ক্লিনিক একটি আদর্শ মডেল।"

কমিউনিটি ক্লিনিকে ঔষধের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "ইতোমধ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ১২০ কোটি টাকার ঔষধ কেনা হয়েছে, যা আগামী এক সপ্তাহের মধ্যেই সারা দেশের ক্লিনিকগুলোতে পৌঁছে যাবে। এছাড়াও আরও ২০০ কোটি টাকার ঔষধ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।"

দেশের ৯২ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবার ব্যয়ভার সরকারের বহন করা উচিত বলে মনে করে এবং ৯৭ শতাংশ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার পক্ষে—এ তথ্য তুলে ধরে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক এই জনআকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেট থেকে ১৩,৯৮৯ জন নতুন কর্মীর জন্য ৪২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এই খাতের সম্প্রসারণে গতি আনবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত