ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

অভিনেতার স্ক্রিপ্টে এখন খুনের মামলায় সিদ্দিক

২০২৫ আগস্ট ২০ ১৪:২৯:৪৬

অভিনেতার স্ক্রিপ্টে এখন খুনের মামলায় সিদ্দিক

গত বছরের আলোচিত জুলাই আন্দোলনের সময় ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার একই থানায় দায়ের হওয়া পারভেজ বেপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অভিনেতা সিদ্দিককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে, চলতি বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একদল যুবক মারধর করে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর গুলশান থানায় দায়ের হওয়া ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

পারভেজ বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশান এলাকার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। জুমার নামাজের পর আন্দোলন চলাকালে ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন, যেখানে সিদ্দিকসহ কয়েকজনকে আসামি করা হয়।

উল্লেখ্য, সিদ্দিক চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার জেরে তাকে একাধিকবার আদালতের মুখোমুখি হতে হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত