ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
অভিনেতার স্ক্রিপ্টে এখন খুনের মামলায় সিদ্দিক
গত বছরের আলোচিত জুলাই আন্দোলনের সময় ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার একই থানায় দায়ের হওয়া পারভেজ বেপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অভিনেতা সিদ্দিককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একদল যুবক মারধর করে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর গুলশান থানায় দায়ের হওয়া ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।
পারভেজ বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশান এলাকার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। জুমার নামাজের পর আন্দোলন চলাকালে ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন, যেখানে সিদ্দিকসহ কয়েকজনকে আসামি করা হয়।
উল্লেখ্য, সিদ্দিক চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার জেরে তাকে একাধিকবার আদালতের মুখোমুখি হতে হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল