ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

দায়িত্ব ছাড়লেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

২০২৫ আগস্ট ১৯ ১৫:৫৩:৪২

দায়িত্ব ছাড়লেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য হাসানুল বান্না অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন হাসানুল বান্না। জন্ডিস ও লিভারজনিত সমস্যার কারণে তিনি চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন করেন।

প্রসিকিউটর তামিম জানান, চিফ প্রসিকিউটর তাঁর আবেদন মঞ্জুর করেছেন এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। হাসানুল বান্না নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই এই জটিল অসুস্থতার প্রকোপ ধরা পড়ে, এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত