ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পিআর পদ্ধতি ইসলামবিরোধী, ভিনদেশি এজেন্ডা : মাওলানা আশরাফুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৮ ১১:১৭:৫৩
পিআর পদ্ধতি ইসলামবিরোধী, ভিনদেশি এজেন্ডা : মাওলানা আশরাফুল

“আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই ” বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক। পিআর পদ্ধতিকে ইসলামবিরোধী বলেও মনে করেন তিনি।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক তথা পিআর এর মতো আজগুবি নির্বাচনি পদ্ধতির দাবি করছেন এর মধ্যে কিছু ইসলামি দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতির নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।”

আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই পিআর এর দাবি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র বলে জানান তিনি।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মাওলানা একে এম আশরাফুল হক আরও বলেন, “নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো প্রার্থী বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্ত এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।

শেষে এ বিষয়ে নেজামে ইসলাম সভাপতি বলেন, “যারা কথিত পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত