ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

অনশনের অবসান: স্থায়ী ক্যাম্পাস পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ১৫:৪৩:০৩
অনশনের অবসান: স্থায়ী ক্যাম্পাস পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

অবশেষে বহুল কাঙ্ক্ষিত দাবি পূরণ হওয়ায় আমরণ অনশন ভাঙলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের খবর আসার পরই রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। ডিপিপি অনুমোদনের খবরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং তারা উল্লাসে ফেটে পড়েন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন পেয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনশন ভাঙানোর উদ্যোগ নেয়।"

এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। এরপর মানববন্ধন, মহাসড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচিও পালন করেন তারা।

দাবি আদায়ে সর্বশেষ গত শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা, যা দুপুর থেকে আমরণ অনশনে রূপ নেয়। এই কর্মসূচিতে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। অবশেষে একনেক সভায় প্রকল্প অনুমোদনের খবরে প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত