ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ১৫:০১:৫৬
নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শামসুজ্জামান দুদু

বাংলাদেশে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, "বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তিকে স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।" তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে এখন একটি জবাবদিহিমূলক সরকারের প্রয়োজন, যা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্ভব।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কিছু দল অবৈধভাবে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং নির্বাচন হলে ভরাডুবি হবে জেনে নির্বাচন চাইছে না। তিনি বলেন, "কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে। সেজন্যে তারা নির্বাচন চাচ্ছে না।"

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থাকে উদাহরণ হিসেবে টেনে দুদু বলেন, "এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় ওনাকে ছয় বছর জেলে রাখা হয়েছিল।"

আগস্ট মাসে শপথ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলন সমাপ্তি হবে না।" তিনি আরও উল্লেখ করেন যে, একটি জবাবদিহিমূলক সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, আইন মেনে চলে এবং দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়েরসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত