ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ উপদেষ্টা ফারুকী, চলছে পর্যবেক্ষণ

২০২৫ আগস্ট ১৭ ১৩:৫১:২৭

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ উপদেষ্টা ফারুকী, চলছে পর্যবেক্ষণ

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত আছেন। অতিরিক্ত কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়ায় তাকে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। তার চিকিৎসার পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণ করতে আজ বিকেলে একটি মেডিকেল বোর্ড বসবে।

রবিবার (১৭ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।

আজ বিকেল ৩টায় হাসপাতালে একটি মেডিকেল বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পরই তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো সম্ভব হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে এবং নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্যে বিভ্রান্ত না হতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত