ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ০০:১৫:০৩
কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারের সরকারি চার দিনের সফরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় আনা হয়।

জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছানো হয় উপদেষ্টাকে। কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানিয়েছেন, ফুড পয়েজনিংয়ের কারণে তার শরীরে ডিহাইড্রেশন দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিরাপদে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে পৌঁছান মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেন। কিন্তু রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তার অবস্থার বিষয়ে চিকিৎসকরা সতর্ক নজর রাখছেন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত