ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পুতিনের নাকের ডগায় বি-২ বোমারু বিমান, যুক্তরাষ্ট্রের বার্তা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৬ ১৫:০৭:৫৯
পুতিনের নাকের ডগায় বি-২ বোমারু বিমান, যুক্তরাষ্ট্রের বার্তা

আলাস্কায় শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য লালগালিচার দিকে হাঁটছিলেন তখন আকাশে উড়ে যায় একটি বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান,সঙ্গে আরও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই প্রেসিডেন্ট মঞ্চের দিকে যাচ্ছেন আর তাঁদের মাথার ওপর দিয়ে বি-২ বোমারু বিমান উড়ে যায়। পুতিনও মুহূর্তের জন্য আকাশের দিকে তাকান। বিশ্লেষকরা মনে করছেন এই প্রদর্শন রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের শক্তির স্পষ্ট বার্তা বহন করেছিল।

বি-২ যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী, আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে এবং নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম। এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান, যার দাম প্রায় ২০১ কোটি ডলার। নর্থরপ গ্রুম্যান কোম্পানি তৈরি করেছে এই বিমান। ১৯৮০-এর দশকের শেষ দিকে উৎপাদন শুরু হলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর মাত্র ২১টি বিমান তৈরি হয়েছে।

বিমানটি জ্বালানি ছাড়া একটানা ৬ হাজার নটিক্যাল মাইল (১১,১১২ কিমি) উড়তে পারে। এটি ৪০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহন করতে সক্ষম যার মধ্যে পারমাণবিক বোমা এবং বিশাল ৩০,০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ও রয়েছে। শুধু দুইজন পাইলটের দ্বারা পরিচালিত বিমানটির অটোমেশন এবং গোপন প্রযুক্তি শত্রুর রাডারে প্রায় অদৃশ্য রাখে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত