ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বন্যা আতঙ্ক: তিন দিনে প্লাবিত হতে পারে ১২ জেলা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৫ ২৩:৩৬:২৫
বন্যা আতঙ্ক: তিন দিনে প্লাবিত হতে পারে ১২ জেলা

গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানান হয়েছে দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা রংপুর ও সিলেট বিভাগে এবং উজানে মাঝারি, ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটা হলে অন্তত ১২ জেলার বেশি নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা নিয়ে এমন দুঃসংবাদ দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় সমতলে বৃদ্ধি পেয়েছে, এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতলে একই সময়ে হ্রাস পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নদীগুলোর পানি হ্রাস পাবে, তবে তৃতীয় দিনে আবার বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমার পর্যায়ে প্রবাহিত হতে পারে। এই পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবনের ঝুঁকিতে রয়েছে।

পদ্মা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, তবে পরবর্তী চার দিনে হ্রাস পেতে পারে। পদ্মা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমার কাছে পৌঁছাতে পারে। ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিনে সতর্কসীমার মধ্যে প্রবাহিত হতে পারে। পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, ঘাঘট ও যমুনেশ্বরি নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং আত্রাই নদী নওগাঁয় বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে সুরমা নদীর পানি হ্রাস পেয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী এক দিনে বৃদ্ধি পেতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোর জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি বিরাজমান আছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিনে স্বাভাবিক জোয়ার অবস্থা বজায় থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত