ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের আগে ইসিতে সীমানা নিয়ে তোলপাড়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৫ ২০:৩৫:০৮
নির্বাচনের আগে ইসিতে সীমানা নিয়ে তোলপাড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া নিয়ে ব্যাপক আপত্তি জমা পড়েছে। ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলেও মোট ৮২টি আসন নিয়ে ১,৫৯৬টি দাবি ও আপত্তির আবেদন জমা পড়েছে ইসিতে।

ইসি সূত্র জানায়, গত ৩০ জুলাই খসড়া তালিকা প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এই সময়ের মধ্যেই এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। এখন এসব আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

খসড়া প্রস্তাবে মূলত গাজীপুর জেলায় একটি আসন বাড়ানো এবং বাগেরহাট জেলায় একটি কমানোর প্রস্তাব করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবি জানিয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। একইভাবে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে বিভক্ত না করে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেই রাখার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রতিটি আসনের জন্য প্রায় ৪ লাখ ২০ হাজার ৫০০ গড় ভোটার সংখ্যাকে मानक ধরে এই পরিবর্তন আনা হয়েছে। এই হিসাবে গাজীপুরে একটি আসন বাড়ে এবং বাগেরহাটে একটি কমে, যা জনসংখ্যার সাথে আসনের সমতা আনে।

কমিশন জানিয়েছে, প্রশাসনিক ইউনিট যেমন উপজেলা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা রক্ষা, ভৌগোলিক সুবিধা-অসুবিধা এবং যোগাযোগ ব্যবস্থাকে সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন জমা পড়া আপত্তিগুলো শুনানি ও পর্যালোচনার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত