ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, কারাগারে নির্যাতনের বিচার দাবি
.jpg)
আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি এই নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
মির্জা আব্বাস বলেন, "দেশনেত্রীকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন এক কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর ও পোকামাকড় অবাধে চলাফেরা করত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি নির্জন কক্ষে বন্দি করে রাখে। এ ধরনের অমানবিক আচরণ যারা করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন।"
তিনি আরও বলেন, "দলীয় নেতৃত্বের দুর্দিনে খালেদা জিয়ার দৃঢ় মনোবল, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান এবং নেতা-কর্মীদের প্রতি তার অগাধ স্নেহ তুলনাহীন।"
উল্লেখ্য, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে থাকার সময় তিনি নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হন। বিএনপি সে সময় তার উন্নত চিকিৎসার দাবি জানালেও তৎকালীন সরকার অনুমতি দেয়নি। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির সময় সরকার শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দিলে তিনি গুলশানের বাসভবন 'ফিরোজায়' কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ রাজধানীসহ সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত