ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ‘যুদ্ধের প্রস্তুতি’ বাংলা ব্রিগেডের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৫ ১১:২৮:২৯
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ‘যুদ্ধের প্রস্তুতি’ বাংলা ব্রিগেডের

গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইনভিত্তিক সংগঠন ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭৭ জন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত এ সংগঠনকে মিটিংয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ডা. রাব্বী আলমের নেতৃত্বে সারাদেশে ব্রিগেড গঠনের পরিকল্পনা, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টন, সশস্ত্র প্রশিক্ষণ ও ‘কাফনের কাপড়’ বেঁধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া—এসব বিষয় মিটিংয়ে আলোচনা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধের ঘোষণা দেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১১ সেপ্টেম্বর গ্রেপ্তারের অগ্রগতি জানাতে দিন ধার্য করেছেন।

চার্জশিটে আসামিদের পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এসব ধারায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে যা জামিনযোগ্য বা আপসযোগ্য নয়। মামলার ২৮৪ জন সাক্ষীই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন জানান, শেখ হাসিনা দেশত্যাগের পরও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি অনলাইনে নির্দেশনা দিয়ে ড. মোহাম্মদ ইউনূস সরকারকে উৎখাত ও দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সিআইডি চার্জশিট দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে কাজ করবে।

চার্জশিটে বলা হয়, মিটিং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. রাব্বী আলম। সেখানে শেখ হাসিনা অভিযোগ করেন বর্তমান সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করতে এজেন্ট লাগিয়েছে এবং এর জবাব দিতে হবে। রাব্বী আলম সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেন। একাধিক স্থানীয় নেতা জানান, প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন তারা।

রাজশাহী, বরিশাল, বরগুনা ও অন্যান্য জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, ৬৪ জেলায় ব্রিগেডের কার্যক্রম চলছে এবং নির্দেশ পেলেই যুদ্ধে নামবেন। চার্জশিটে অংশগ্রহণকারীদের ভয়েস রেকর্ডে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর শপথের প্রমাণ পাওয়া গেছে।

২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৭৩ জনের মধ্যে ৩০ জন ও অতিরিক্ত শনাক্ত হওয়া ২৫৬ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। ৪৩ জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত