ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকারে নয়, নির্বাচন কমিশনের ওপর আস্থা জাপার

২০২৫ আগস্ট ১৪ ১৭:৫৭:৪৫

সরকারে নয়, নির্বাচন কমিশনের ওপর আস্থা জাপার

জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) আগামী নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ দেখতে চায়। দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, সরকারের ওপর তাদের পুরোপুরি আস্থা না থাকলেও তারা নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতার ওপর আস্থা রাখতে চান। একই সঙ্গে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, "রাজনৈতিকভাবে টালমাটাল ও দ্বন্দ্বপূর্ণ একটি সময়ে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতার শপথ বজায় রেখে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সব দলের অভিভাবক, তাই তাদের একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।

দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকট নিয়েও কথা বলেন জাপা মহাসচিব। তিনি দাবি করেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা একমাত্র তারই রয়েছে। আদালতের সাময়িক নিষেধাজ্ঞার কারণে জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বিরত থাকলেও, তার দেওয়া বহিষ্কারাদেশ এখনো কার্যকর। ফলে অন্য পক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ বলে তিনি উল্লেখ করেন। শামীম হায়দার পাটোয়ারী দৃঢ়তার সঙ্গে বলেন, "আমরা বিশ্বাস করি, আইনগতভাবে লাঙল প্রতীক জিএম কাদেরের পক্ষেই থাকবে।"

ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচন আইন অনুযায়ী জাতীয় পার্টিকে অযোগ্য বলার কোনো শর্ত পূরণ হয়নি। তার মতে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি এবং কোনো দলকে বাদ দেওয়া গণতন্ত্রের জন্য শুভ হবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত