ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিলের আহ্বান বিএনপির

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ১৭:০৫:২৬
খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিলের আহ্বান বিএনপির

সাজামুক্ত হয়ে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার (১৫ আগস্ট) ৮১তম জন্মদিনে পা রাখছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে বিশেষ এই দিনটিতে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থাকছে না। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কেক কাটার পরিবর্তে দেশজুড়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে তার দল বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। একইসাথে সারাদেশে দলীয় কার্যালয় বা মসজিদে দোয়া-মাহফিলের কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বিএনপি নেতাকর্মীদের কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করলে তিনি কারামুক্ত হন। এর আগে, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাবন্দি হন এবং পরবর্তীতে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েও কার্যত গৃহবন্দী ছিলেন।

বিগত কয়েক বছর ধরেই বিএনপি ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবারের জন্মদিনটি ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে, যেখানে তিনি মুক্ত এবং দেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।

দলের বিজ্ঞপ্তিতে শুধু খালেদা জিয়ার জন্য দোয়া নয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেও দোয়া চাওয়া হয়েছে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্যের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মুদ্রা বিনিময়ের... বিস্তারিত