ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিলের আহ্বান বিএনপির
সাজামুক্ত হয়ে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার (১৫ আগস্ট) ৮১তম জন্মদিনে পা রাখছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে বিশেষ এই দিনটিতে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থাকছে না। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কেক কাটার পরিবর্তে দেশজুড়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে তার দল বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। একইসাথে সারাদেশে দলীয় কার্যালয় বা মসজিদে দোয়া-মাহফিলের কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বিএনপি নেতাকর্মীদের কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করলে তিনি কারামুক্ত হন। এর আগে, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাবন্দি হন এবং পরবর্তীতে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েও কার্যত গৃহবন্দী ছিলেন।
বিগত কয়েক বছর ধরেই বিএনপি ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবারের জন্মদিনটি ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে, যেখানে তিনি মুক্ত এবং দেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।
দলের বিজ্ঞপ্তিতে শুধু খালেদা জিয়ার জন্য দোয়া নয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেও দোয়া চাওয়া হয়েছে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল