ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ১৬:০৬:২৬
চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ

গুলশানে এক সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়ে বলেছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, "চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অপুর স্বীকারোক্তিতে আমার নাম আসার পর আমি অবাক হয়েছি। আমি শুনছি যে, তার (অপু) কাছ থেকে জোর করে এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "অপুর স্ত্রী পরিচয় দেওয়া একজন আজ বলেছেন যে, তাকে গুম করে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। গোয়েন্দাদের কাছ থেকেও এমনটাই শোনা যাচ্ছে। ৫ আগস্ট, ২০২৪ এর পর এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে তার আর কোনো যোগাযোগ বা কথা হয়নি। ঘটনার দিন সকালে ওয়েস্টিন হোটেলে তিনি হেলমেট পরে গিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেটা আমার মনে নেই। তবে হেলমেট পরা যে কাউকে যে কারও সঙ্গে মিলিয়ে প্রশ্ন তোলা যায়।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সিদ্ধান্ত নিলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, "নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব। এনসিপিতেই যোগ দেব কি না, তাও নিশ্চিত নয়।"

তিনি আরও মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারে যাদের রাজনৈতিক পরিচয় আছে অথবা ভবিষ্যতে রাজনীতি করার পরিকল্পনা রয়েছে, তাদের সবারই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, "অন্তর্বর্তী সরকারের এক বছরে এখন পর্যন্ত না করতে পারার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন। এর সঠিক উত্তর জনগণই দিতে পারবে।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্যের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মুদ্রা বিনিময়ের... বিস্তারিত