ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

দুর্নীতির বিরুদ্ধে গৃহায়ন মন্ত্রণালয়ের কড়া পদক্ষেপ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ১৪:১০:৫৩
দুর্নীতির বিরুদ্ধে গৃহায়ন মন্ত্রণালয়ের কড়া পদক্ষেপ

অন্তর্বর্তী সরকারের এক বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বাতিল করা হয়েছে প্লট ও ফ্ল্যাট বরাদ্দে কোটা ব্যবস্থা, তদন্ত চলছে দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে। পাশাপাশি শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা এবং নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে নতুন আবাসন প্রকল্প। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণেও বাস্তবায়নাধীন রয়েছে একাধিক উদ্যোগ।

বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ সব শ্রেণির পেশাজীবীদের জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের বরাদ্দ প্রথাও বন্ধ হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বরাদ্দে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। এরই মধ্যে ধানমন্ডিতে অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ১২টি বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে মন্ত্রণালয়।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে শেরেবাংলা নগরের ১৭ দশমিক ৪৭ একর জমি স্মৃতি জাদুঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। শাহবাগে একটি এবং জেলাপর্যায়ে ৮টি স্মৃতিস্তম্ভ নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৫৫টি জেলায় কাজ চলছে।

মিরপুরে শহীদ পরিবার ও আহত মুক্তিযোদ্ধাদের জন্য ২ হাজার ৩৮০টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া আজিমপুরে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়।

গত এক বছরে জনস্বার্থবিরোধী ৫টি প্রকল্প বাতিল করে ৪২৬ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। বিশেষ অডিটে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৮২টি অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মে জড়িত ১১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রূপপুর গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির ঘটনায় অভিযুক্ত ২৫ জনের বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে আবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্যের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মুদ্রা বিনিময়ের... বিস্তারিত