ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ফেব্রুয়ারির বাইরে নির্বাচন নয়: শামসুজ্জামান দুদু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "আগামী বছরের ফেব্রুয়ারিতেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সে বিষয়ে এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চায়, তাহলে ঘোষিত সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত 'জাতীয় যুব সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “যদি সরকারের সদিচ্ছা থাকতো, তবে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন আয়োজন সম্ভব ছিল। কিন্তু তারা বলছে, একটি ‘অনুকরণীয় নির্বাচন’ আয়োজন করতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় প্রয়োজন। আমরা ধরে নিচ্ছি, তারা কথার দায়বদ্ধতা রক্ষা করবে। সে জন্যই সবাইকে সচেতন থাকতে হবে যেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হয়।”
তিনি আরও বলেন, "গণতন্ত্রের পথ বন্ধ করতে যারা নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা প্রকৃতপক্ষে দেশে আবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা তা হতে দেবো না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এই চক্রান্ত প্রতিহত করবে।”
বিএনপি নেতা আরও বলেন, "সংস্কার, বিচার ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এই ইস্যুগুলো নিয়ে সরকার নানা নাটক করছে, অথচ জনস্বার্থের মূল বিষয়গুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।”
সমাবেশে তিনি বলেন, “বর্তমান সরকার যুবসমাজকে বেকারত্ব, হতাশা ও বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে। এই তরুণরাই একদিন এই দুঃশাসনের অবসান ঘটাবে। আগামী আন্দোলনের প্রধান শক্তি হবে দেশের যুবসমাজ।”
'অপরাজেয় বাংলাদেশ'-এর এ যুব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের ডাক দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড