ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
যমুনা সেতু অবরোধে শিক্ষার্থীরা, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে যমুনা সেতু অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন। সেতুর ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ থাকায় ঢাকা ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। জানা গেছে, যমুনা সেতুর মাধ্যমে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। অবরোধের কারণে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ডিপিপি অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারা রেলপথও অবরোধ করেছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ওই কর্মসূচির কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবিতে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এরপরও সাড়া না পেয়ে শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারও আয়োজন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার