ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
বাইডেনের ছেলেকে ১০০ কোটি ডলারের মামলার হুমকি দিলেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলা দায়েরের হুমকি দিয়েছেন। হান্টার সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন ট্রাম্প ও মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে। মেলানিয়া এই মন্তব্যকে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে হান্টার বাইডেন এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অতীত নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, “ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় এপস্টেইনের মাধ্যমে হয়েছে যা প্রমাণ করে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল।”
এর প্রতিক্রিয়ায় মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্টারের কাছে আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, হান্টারের মন্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, হান্টার যদি অবিলম্বে মন্তব্য প্রত্যাহার না করে প্রকাশ্যে ক্ষমা না চান তবে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে।
মেলানিয়া অভিযোগ করেছেন, হান্টার বাইডেন দীর্ঘদিন ধরে অন্যের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তার দাবি হান্টারের মন্তব্য মাইকেল ওলফের লেখা ট্রাম্পবিষয়ক সমালোনামূলক জীবনীগ্রন্থের ওপর ভিত্তি করে করা হয়েছে।
এদিকে মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছিল, ট্রাম্পের সঙ্গে পরিচয়ের সময় মেলানিয়া এপস্টেইনের এক সহযোগীর পরিচিত ছিলেন। তবে মেলানিয়ার আইনজীবীর আপত্তির পর সংবাদমাধ্যমটি প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে, এপস্টেইন সরাসরি তাদের পরিচয় করিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই।
নোটিশে আরও বলা হয়েছে, হান্টার বাইডেন ইতিমধ্যে প্রত্যাহার করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই মিথ্যা দাবি করেছেন। মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্স বিবিসিকে জানান, “ফার্স্ট লেডির আইনজীবীরা যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন।”
২০১৬ সালে হার্পারস বাজারে প্রকাশিত এক প্রোফাইলে মেলানিয়া জানান, ১৯৯৮ সালের নভেম্বরে একটি মডেলিং এজেন্সির আয়োজিত পার্টিতে তিনি ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা করেন। তখন ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন এবং ১৯৯৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমান পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে কারণ যুক্তরাষ্ট্রে এপস্টেইন-সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়ছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরে তিনি এসব নথি প্রকাশ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত